নেপালি তরুণের হেঁটে বিশ্ব দেখা
রাব্বিউল হাসান, জয়পুরহাট এক শব্দের ছোট্ট নাম ইহ। ২৭ বছর বয়সী নেপালি এ তরুণ বেরিয়েছেন বিভিন্ন দেশ ভ্রমণে। তবে কোনো যানবাহনে চেপে নয়। হেঁটে নেপাল থেকে শ্রীলঙ্কা, ভারত ঘুরে এখন তিনি বাংলাদেশে। টেকনাফ থেকে হেঁটে এরই মধ্যে পৌঁছেছেন দিনাজপুরের ফুলবাড়ীতে। যাবেন পঞ্চগড়ের তেঁতুলিয়া। এর আগে…